মলমপার্টির খপ্পরে ‘স্মৃতিভ্রম’ হজযাত্রী, সন্ধান চান পরিবারের

মাত্র ৪ দিন পরেই পবিত্র হজের উদ্দেশে মক্কা মদিনা পাড়ি দিবেন পঞ্চগড়ের লাভলু মন্ডল। এর মধ্যে গত রোববার মাজার জিয়ারত করতে তিনি চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার শরীফে আসেন। আর এখানে এসেই মলমপার্টির খপ্পরে পড়ে নগদ ৩৪ হাজার টাকাসহ সর্বস্ব হারান এ বৃদ্ধ এ হজযাত্রী। বর্তমানে তিনি হাটহাজারী পুলিশের হেফাজতে রয়েছেন।

বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৭০ বছর বয়সী এ বৃদ্ধকে। কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় পরে পুলিশ তাকে উদ্ধার করে।

বৃদ্ধ এ হজযাত্রীর সঙ্গে আলাপকালে তিনি জানান, ১৩ আগস্ট রাত ১২টায় হজ ফ্লাইট তার। পঞ্চগড় জেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টের পাগলী ডাঙ্গা বাজারের পাশেই তার বাড়ি। তবে বারবার জিজ্ঞেস করা হলেও পরিবারের সঙ্গে যোগাযোগের কোনো মোবাইল নম্বর দিতে পারেননি তিনি।

এদিকে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা সালাউদ্দিন জাগো নিউজকে বলেন, এ বৃদ্ধকে চিকিৎসার জন্য চবি মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে চেতনানাশক কিছু খাইয়ে মলম পার্টির সদস্যরা তার টাকা পয়সা ও সঙ্গে থাকা ব্যাগ হাতিয়ে নিয়েছে।

এ বৃদ্ধ হজযাত্রীর পরিবারের কেউ যোগাযোগ করতে চাইলে এ নম্বরে 01816284560 যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।

আবদুল্লাহ রাকীব/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।