মানবপাচারে অভিযুক্ত আরো ৪ জন গ্রেফতার
কক্সবাজার সদর ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মানবপাচারে অভিযুক্ত আরো ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দিনের বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন।
তিনি জানান, গোয়েন্দা পুলিশের একটি দল রোববার সন্ধ্যায় শহরের এন্ডারসন রোডে অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে। তিনি লক্ষ্মীপুর আলেকজান্ডার থানার কাজিগ্রাম এলাকার সহিজল কাজির ছেলে। বর্তমানে কক্সবাজার শহরের এন্ডারসন রোডে পরিবার নিয়ে বাস করেন তিনি। সাহাব উদ্দিন কক্সবাজার সদর থানায় নথিভুক্ত মানবপাচার মামলার আসামি।
চকরিয়ার মালুমঘাট বাজার এলাকায় রোববার বিকেলে অভিযান চালিয়ে চকরিয়া ও সদর থানার পৃথক মানবপাচার মামলার নথিভুক্ত আসামি মুহাম্মদ হোসেন ভুট্টু (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ডুলহাজারা ইউনিয়নের পশ্চিম ডুমুরখালীর মৃত আলতাব মিয়ার ছেলে।
অপরদিকে, সদরের ঈদগাঁও’র হাছিনা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে নুরুল আমিন প্রকাশ জালাই আমিন (৫০) নামের আরেক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঐ এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে। আমিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন।
এছাড়াও সদরের পোকখালী উত্তরপাড়ায় অভিযান চালিয়ে মুহাম্মদ রুবেল (৩৫) নামের আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্থানীয় রমজান আলী মেম্বারের ছেলে। তিনিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের ওসি।
সায়ীদ আলমগীর/এসএইচএস