বরিশালে মাস সাইকোসিস রোগে আক্রান্ত ৭ শিক্ষার্থী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৮ আগস্ট ২০১৭

মাস সাইকোসিস রোগে আক্রান্ত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেজিএস স্কুল অ্যান্ড কলেজের সাত শিক্ষার্থীকে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষার্থীরা হলো হাবিবা, আয়েশা, এ্যানি, তমা, আমেনা, স্মৃতি রানী ও খুকু মনি।

কলেজের অধ্যক্ষ অশিত রঞ্জন মন্ডল জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্কুল শাখার এক শিক্ষার্থী মাথা ঘুরে বুক ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে দেখে ১৮/২০ জন শিক্ষার্থী একে একে অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে সাতজনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শের-ই- বাংলা মেডিকেলের জরুরি বিভাগের ডা. দাস রণবীর জানান, মাস সাইকোসিস রোগে আক্রান্ত সাত শিক্ষার্থীকে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এখন তাদের অবস্থা অনেক ভালো। আগামী ২/১ দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে।

অতিরিক্ত মানসিক চাপ এবং দুঃশিন্তা থেকে এই রোগের সৃষ্টি হয়। খুব দ্রুত অন্যদের মধ্যেও ছড়িয়ে পরে বলে জানান ডা. দাস রণবীর।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।