বরিশাল সদর উপজেলার বাজেট ঘোষণা


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ৩১ মে ২০১৫

বরিশাল সদর উপজেলার ২০১৫-১৬ অর্থ-বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে পরিষদের সমম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অব্দুর রউফ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অব্দুর রউফ জানান, বাজেটে এক কোটি ২৬ লাখ ৫১ হাজার ৬০০ টাকা সম্ভব্য আয় ধরা হয়েছে। আর সম্ভব্য ব্যয় ধরা হয়েছে ৮৭ লাখ ৬৭ হাজার ১৮৬ টাকা। আয়ের উৎস ধরা হয়েছে উপজেলার মার্কেট, অফিস, বাসা-বাড়ি, হাট-বাজার ভাড়া বা ইজারা এবং ভূমি হস্তান্তরসহ বিভিন্ন খ্যাত। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে সড়ক, অবকাঠামো উন্নয়ন, চেয়ারম্যান, মেম্বারদের বেতন ভাতা ও বিল পরিশোধ বাবদ বিভিন্ন খ্যাত।

উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নুরুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা গভার্নেন্স প্রজেক্টের বিভাগীয় ফ্যাসিলেটর অসীম সাহা, ইউএনডিপির সহকারী কান্ট্রি পরিচালক শাহেলা খান প্রমুখ।

সাইফ আমীন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।