জমি লিখে নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৮ আগস্ট ২০১৭

জোর করে জমি লিখে নিয়ে রেনুয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে বলে ছেলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

বরিশালের গৌরনদী উপজেলার নাজিরপুর শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিরুপায় হয়ে ওই বৃদ্ধা আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে।

এ নিয়ে সোমবার সকালে ওই বৃদ্ধা তার ছেলে নুরুজ্জামান সরদারের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেনুয়া বেগমের স্বামী সেকান্দার সরদার ১০ বছর আগে মারা যান। এর পর তিনি স্বামী গৃহে বসবাস করছিলেন।

এই মায়ের অভিযোগ, তার বড় ছেলে নুরুজ্জামান সরদার (৪৫) কয়েক বছর আগে কৌশলে আমার দেড় বিঘা সম্পত্তি নিজের নামে লিখে নেয়। একই সঙ্গে হাতিয়ে নেয় আমার গচ্ছিত ৩০ হাজার টাকা। এর পর থেকে নুরুজ্জামান ও তার স্ত্রী আমার ওপর নির্যাতন শুরু করে।

পরবর্তীতে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দিলে ছেলে আরও ক্ষিপ্ত হয়। গত তিন মাস আগে এ অপরাধে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে বৃদ্ধা রেনুয়া বেগম অভিযোগ করেন।

ঘটনার সততা স্বীকার করে গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ওই বৃদ্ধা মা অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। প্রমাণ মিললে ওই ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।