বাবার ভ্যান চালিয়ে শামসুলের অর্জন জিপিএ ৫


প্রকাশিত: ১০:৫৩ এএম, ৩১ মে ২০১৫

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গুড্ডিমারী গ্রামের শামসুল ইসলাম ভ্যান চালিয়ে এ বছর এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। তার এই অভাবনীয় সাফল্যে সবাই খুশি। কিন্তু, হতদরিদ্র শামসুল কলেজে ভর্তি হতে পারবে কিনা এমন আশঙ্কা তাকে ভাবিয়ে তুলেছে।
      
দক্ষিণ গুড্ডিমারী গ্রামের বৃদ্ধ দম্পতি আব্দুল হামিদ-হাফিজার ছেলে সে। গত বছর হঠাৎ করেই বাবা আব্দুল হামিদ অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। সেই থেকে বাবার ভ্যানটি চালিয়ে ছোট চার ভাই বোনসহ ৬ সদস্যের পরিবারের খরচ চালাতে হতো তাকে।

এলাকায় তেমন আয় উপার্জন না থাকায় হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শামসুল ইসলাম নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষে জীবিকার সন্ধানে পাড়ি জমায় রাজধানী ঢাকায়। সেখানে একটি গ্যারেজে থেকে ভাড়ায় রিকশা চালিয়ে দৈনিক ৪০০-৫০০ টাকা আয় করে। থাকা খাওয়া আর রিকশা ভাড়ায় প্রতিদিন দেড়শ টাকা খরচ হতো তার। বাকি টাকা মাস শেষে বাড়িতে পাঠাতো পরিবারের জন্য। তবে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর রাতে সঙ্গে নিয়ে যাওয়া বইয়ের পড়াগুলো ঠিকই সেরে নিত সে। এভাবেই দীর্ঘ কয়েক মাস সেখানে থাকার পর বাড়ি ফিরে স্কুলের টেস্ট পরীক্ষায় অংশ নেয় শামসুল।

এরপর সেই আগের মতোই এলাকায় ভ্যান চালিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু, সবাইকে তাক লাগিয়ে শামসুল ছিনিয়ে আনে অভাবনীয় সাফল্য। মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে খুশির শেষ নেই তার।
    
শামসুল বলে, শনিবার সন্ধ্যার দিকে যখন স্কুলে খবর পেলাম আমি জিপিএ-৫ পেয়েছি। তখন আর কান্না থামাতে পারেনি। এখন দু’চোখ ভরা স্বপ্ন ভবিষ্যতে আইনজীবী হওয়ার। তবে যেখানে কলেজে ভর্তি হওয়ার সাধ্য নেই এই অদম্য মেধাবীর সেখানে কি করে স্বপ্ন পূরণ হবে এমন আশঙ্কা কাটছে না শামসুলের।
    
তার বাবা আব্দুল হামিদ জানায়, একদিন সবই ছিল তার। কিন্তু, সর্বনাশা তিস্তা সবকিছু কেড়ে নিলে পথে বসেন তিনি। ছেলে মেয়েদের নিয়ে আশ্রয় নেন দক্ষিণ গুড্ডিমারীতে। কিন্তু, তিনি নিজেই যখন অসুস্থ হয়ে পড়ে আছেন। তখন শামসুল কি পারবে ভ্যান চালিয়ে পরিবারের মুখে অন্ন যোগাবার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে?
    
হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, এত কষ্টের মাঝেও শামসুলের এই অর্জনই বলে দেয় সে কতটা মেধাবী। তাই এই অদম্য মেধাবীর ভবিষ্যত স্বপ্ন পূরণে দেশের হৃদয়বান মানুষসহ বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।