আশুলিয়ায় দুই গ্রুপে সংঘর্ষ, আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি আশুলিয়া
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৪ আগস্ট ২০১৭

আশুলিয়ার বেলমা আড়াগাঁও এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ মোট সাতজন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বেলামা গ্রামের নিটপ্লাজ কারখানার বিপরীত পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অপরজন হলেন ইনসান। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিনের সঙ্গে তারেক নামে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামাল উদ্দিনের গ্রুপ ও তারেক গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারেক গ্রুপের লোকজনের শটগানের গুলিতে কামাল উদ্দিন ও ইনসান গুলিবিদ্ধ হয়।

এছাড়া আহত হয় আরও অন্তত পাঁচজন। পরে তাদের দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এদিকে, ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত তারেকের মুঠোফোনে কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

গুলিবিদ্ধ কামাল উদ্দিন জানান, তারেকের শটগানের গুলিতেই তিনি আহত হয়েছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আল-মামুন/এমআরএম/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।