এতিম স্কুলছাত্রীকে বাইসাইকেল দিলেন পুলিশ সুপার
শরীয়তপুরের আগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ফাতেমা আক্তারকে বাইসাইকেল প্রদান করেছেন পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাইসাইকেলটি তিনি ফাতেমার হাতে তুলে দেন।
এ সময় পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান, আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ফাতেমারা অনেক গরীব। তিনবেলা খেতে কষ্ট হয়। তবুও লেখাপড়া ছাড়েনি। সে প্রতিদিন এক কিলোমিটার পথ হেঁটে স্কুলে আসে। লেখাপড়ায় ও খেলাধুলায়ও ভালো সে। ফাতেমাকে বাইসাইকেল দেয়ায় পুলিশ সুপারকে অভিনন্দন জানান তিনি।
ফাতেমা আক্তার জানায়, বাইসাইকেল পেয়ে সে খুব আনন্দিত।
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ফাতেমার বাবা নেই। তারা অনেক গরীব। স্কুল থেকে তার বাড়ি অনেক দূরে। তাই তাকে স্কুলে যাতায়াত করার জন্য বাইসাইকেলটি দেয়া হয়েছে।
ছগির হোসেন/আরএআর/জেআইএম