বখাটের হামলায় দৃষ্টি হারাতে বসেছে স্কুলছাত্রী লামিয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৩:১২ এএম, ০৩ আগস্ট ২০১৭

উত্ত্যক্তের অভিযোগ করায় বাড়িতে হামলা চালিয়ে মারধর ও চোখে লোহার রড দিয়ে আঘাত করে পাঁচ বখাটে। এতে দৃষ্টি হারাতে বসেছে ঝালকাঠির শেওড়াকাঠি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার (১২)।

গত ১৭ মে রাতের এ ঘটনায় বখাটেদের বিরুদ্ধে মঙ্গলবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহের আহমেদের আদালতে নালিশি অভিযোগ করেন লামিয়ার মা রাবেয়া বেগম। ওই অভিযোগ এজাহার হিসেবে নিতে সদর থানার ওসিকে আদেশ দিয়েছেন আদালত।

লামিয়া ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের শেওড়াপারা গ্রামের মো. খলিল হাওলাদারের মেয়ে।

লামিয়ার মা রাবেয়া জানান, লামিয়া সূর্যের আলোর দিকে তাকাতে পারে না। কিছু পড়তে গেলে চোখে ঝাপসা দেখে। মামলার পর বখাটেরা তা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।

এদিকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে লামিয়াকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হলেও অর্থাভাবে কয়েক দিন আগে বাড়ি নিয়ে আসা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, লামিয়াকে স্থানীয় পাঁচ বখাটে মমিন হাওলাদার, নয়ন মাঝি, জুয়েল মাঝি, মো. আল আমিন ও সজীব মিয়া নিয়মিত উত্ত্যক্ত করত। বিষয়টি তার বাবা খলিল এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ১৭ মে রাতে ওই ছাত্রীর বাড়িতে হামলা চালায়।

তারা লামিয়ার বাবাকে মারধর করে এবং লামিয়াকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে চোখে লোহার রড দিয়ে আঘাত করে। এতে তার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিউটে ভর্তি করা হয়। কিন্তু অর্থাভাবে কয়েক দিন আগে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে আদালতের আদেশ এখনও পাননি। পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।