পিরোজপুরে মেজর জিয়ার শোকসভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৩:০০ এএম, ০৩ আগস্ট ২০১৭

মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহম্মেদের শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর নাগরিক কমিটির উদ্যোগে বুধবার বিকেলে শহরের টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

নাগরিক কমিটির সভাপতি পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় মেজর জিয়ার জীবনাবলী ও মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট চন্ডী চরণ পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলি খান পান্না, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমির কুমার দাস বাচ্চু, শিক্ষক কাজী মুজিবুর রহমান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলি, আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, মরহুম জিয়াউদ্দিন আহম্মেদের দুই ভাই সালাউদ্দিন আহমেদ সালু ও কামাল উদ্দিন আহমেদ, দুই ছেলে অনিরুদ্ধ আহম্মেদ ও জাহিদ উদ্দিন আহমেদ অভিক, মেয়ে সাদিয়া আহমেদ জ্যোতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় প্রয়াত মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহম্মেদের স্ত্রী কানিজ মাহমুদাসহ অন্যান্য স্বজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সাব সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহম্মেদ গত শুক্রবার দুপুরে সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। গত ১২ জুলাই অসুস্থ অবস্থায় তাকে সিঙ্গাপুর নেয়া হয়। এর আগে তিনি দুই সপ্তাহ ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসান মামুন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।