তানোরে ৫৭ ধারার মামলায় যুবদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০২:৫০ এএম, ০২ আগস্ট ২০১৭

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখা হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির দায়ে রাজশাহীর তানোর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন মুন্সিকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা রেকর্ড করেছে পুলিশ। তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো এ মামলা দায়ের করেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চৌবাড়িয়া এলাকা থেকে তানোর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। শরীফ উদ্দিন মুন্সি উপজেলার জমসেদপুর এলাকার আব্দুর রহমানের ছেলে। বুধবার তাকে আদালতে নেয়ার কথা।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, যুবলীগ নেতা রাজিব সরকার হিরোর দেয়া অভিযোগের প্রেক্ষিতে ওই যুবদল নেতাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে তিনি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। এ নিয়ে দুপুরের পর অভিযোগ দেন রাজিব সরকার।

জিজ্ঞাসাবাদের এ ঘটনার দায় স্বীকার করেন যুবদল নেতা শরীফ উদ্দিন মুন্সি। এনিয়ে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

ফেরদৌস সিদ্দিক/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।