নড়াইলে বাস ধর্মঘট প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১০:২১ এএম, ০১ আগস্ট ২০১৭
ফাইল ছবি

নড়াইলে জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্যা (৪৫) এবং যশোর-নড়াইল সড়কের লাইন সম্পাদক বাবুল মোল্যার (৫০) ওপর হামলার প্রতিবাদে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন জানান, আব্দুর রশিদ ও বাবুল মোল্যার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে ৮ তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়ে বাস ধর্মঘট প্রত্যহার করা হয়েছে।

উল্লেখ্য, জেএসএ গাড়ি (তিন চাকার গাড়ি) চলাচলে বাধা দেওয়ার অভিযোগে সোমবার দুপরে নড়াইল-যশোর সড়কের মালিবাগ মোড়ে কয়েকজন দুর্বৃত্ত জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্যা (৪৫) এবং যশোর-নড়াইল সড়কের লাইন সম্পাদক বাবুল মোল্যার (৫০) ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনার প্রতিবাদে বাস ধর্মঘট ডাকা হয়।

হাফিজুল নিলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।