কবিরাজ পাড়াকে ‘পেঁপে গ্রাম’ নাম দিলেন সংস্কৃতিমন্ত্রী


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৯ মে ২০১৫

বাড়িতে বাড়িতে পেঁপের চারা বিতরণের মাধ্যমে নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের কবিরাজ পাড়াকে ‘পেঁপে গ্রাম’ নামকরণ করলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। শুক্রবার সকালে বিনামূল্যে দুই হাজার পেঁপের চারা বিতরণের মাধ্যমে পেঁপে গ্রাম নামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পেঁপে উৎপাদনে উদ্ভুদ্ধকরণের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক গোলাম মো. ইদ্রিস।

বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, রংপুর কৃষি অঞ্চলের আইএফএমপির কো-অডিনেটর ইউসুফ রানা মন্ডল, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু প্রমুখ।

জাহেদুল ইসলাম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।