যশোরে কৃষি সম্প্রসারণ সেবা কেন্দ্রের উদ্বোধন


প্রকাশিত: ১১:৫১ এএম, ২৮ মে ২০১৫

কৃষিকে উন্নত ও সহজলভ্য করার লক্ষ্যে যশোরের চৌগাছায় মাঠ পর্যায়ে ১৩৯টি ব্লকে কৃষি সম্প্রসারণ সেবা কেন্দ্র খোলা হয়েছে। ইউএসএআইডি`র আর্থিক সহায়তায় ঢাকা আহ্ছানিয়া মিশন, কেয়ার বাংলাদেশ এবং এম পাওয়ার সোস্যাল এন্টার প্রাইজ লি. প্রতিষ্ঠানের যৌথ এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার সকালে যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের ১৭ নং ব্লকের মুক্তাদা আলোর পথে কমিউনিটি সেন্টারে ব্লক পর্যায়ের কৃষি সম্প্রসারণ সেবা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড আইসিটি উইং) প্রদীপ কুমার মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের উপপরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস, কৃষিবিদ ড. অনিল কুমার দাস ও কে. এম. সাহাবুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে কৃষিবিদরা জানান, কৃষি সম্প্রসারণ সেবা কেন্দ্রের মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মোট ১৩৯টি ব্লকে কৃষি সম্প্রসারণ সেবা কেন্দ্র স্থাপন করা হবে। যেখান থেকে বিভিন্ন প্রায়োগিক উপাদান, মাঠ পর্যায়ে ব্যবহৃত কৃষি উপকরণ, অফিসে ব্যবহৃত দ্রব্যাদি এবং আইসিটি প্রযুক্তি প্রদান করে কৃষকদের সহযোগিতা করা হবে।

মিলন রহমান/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।