জালালাবাদ গ্যাসলাইনে আগুন, আহত ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৮ জুলাই ২০১৭

সিলেটে জালালাবাদ গ্যাসলাইনের পাইপ বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে দক্ষিণ সুরমায় কদমতলী বাস টার্মিনালের পাশের গ্যাসলাইনের পাইপ বিস্ফোরণে এ আগুনের সূত্রপাত হয়।

হঠাৎ আগুনের সূত্রপাতে ঘটনাস্থলে থাকা অন্তত ছয় ব্যক্তি আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে একটি মাইক্রোবাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। এক ঘণ্টা অগ্নিকাণ্ডের পর জালালাবাদ গ্যাস অফিস লাইন বন্ধ করলে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, কদমতলী বাস টার্মিনালের মূল সড়কে আগুন লাগার ঘটনায় টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যেতে পারেনি। পাশাপাশি ওই সড়কে সকল প্রকার যানবাহন চলাচলও বন্ধ থাকে।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।