পদ্মায় লঞ্চ ডুবিতে নিহতদের পরিবারকে চেক প্রদান
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে লঞ্চ ডুবিতে নিহত ৭৫টি পরিবারকে এক লাখ পাঁচ হাজার করে অনুদানের চেক প্রদান করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে দৌলতদিয়া ঘাট জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে এসব চেক প্রদান করা হয়। নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টিবোর্ড এর আর্থিক সহায়তায় এসব চেক প্রদান করেন নৌ-পরিবহন মন্ত্রী।
এসময় নৌ দুর্যোগ ট্রাস্টিবোর্ডের সদস্য সচিব আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষের অভ্যন্তরীন চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরের ২২ ফেব্রুয়ারী রোববার বেলা ১২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীর মাঝামাঝি স্থানে কার্গো জাহাজ নার্গিসের সাথে ধাক্কা লেগে দুই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ এমভি মোস্তফা ডুবে যায়।
রুবেলুর রহমান/এমএএস/আরআইপি