হাটহাজারীতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের মিলনমেলা শনিবার

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯ পিএম, ২৭ জুলাই ২০১৭

চট্টগ্রাম হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের মিলনমেলা আগামীকাল শনিবার (২৯ জুলাই) সকাল ১০টায় হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করবেন মুক্তিযোদ্ধার সন্তান শেখ খোরশেদুজ্জামান ভিপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ নুরুল আলম।

এ মিলনমেলায় হাটহাজারীর সব বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবারবর্গকে উপস্থিত থাকার জন্য মিলনমেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।