রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : নাসির


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৭ মে ২০১৫

রমজানের সময় কোন অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নবনির্বাচিত মেয়র এ জে এম নাসির উদ্দিন। বুধবার স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে আমদানিকারক, পাইকারী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বৈঠকে রমজানের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে একটি কর্মপরিকল্পনা তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়, এ সময় তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসঙ্গত মূল্য বৃদ্ধি রোধে ব্যবসায়ী সম্প্রদায়সহ সকল স্তরের নগরবাসীর সহযোগিতা চান মেয়র।

বৈঠকে জেলা প্রশাসন এবং সিসিসি রমজানে যাতে জনগণ ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে সে জন্য বন্দর নগরীতে ওপেন শপ চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম রমজানে ব্যবসায়ীদের সীমিত লাভ করার আহ্বান জানিয়েছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশের ডেপুটি কমিশনার কামরুল আমিন, বিজিবি’র ডেপুটি কমান্ডার তানভির মাহমুদ, সিসিসিআই সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, আমদানিকারক আবুল বাশার চৌধুরী, কনজ্যুমার অ্যাসোসিয়েন সভাপতি এস এম নজর হোসেন এবং দোকান মালিক সমিতির সভাপতি সালামত আলী মতবিনিময় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।