৫৭ ধারা সাংবাদিক উচ্ছেদের জন্য নয় : ইনু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৬ জুলাই ২০১৭

৫৭ ধারা সাংবাদিক উচ্ছেদ করার জন্য নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ৫৭ ধারা রাষ্ট্র ও জনগণের সাইবার নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে।

বুধবার সকালে তিনি সাভারের আশুলিয়ার বড় কাঠগড়া এলাকায় পিকার্ড কমিউনিটি স্কুল পরিদর্শনে এসে একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকার, রাষ্ট্র বা এমপি-মন্ত্রীদের সমালোচনার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে এখন পর্যন্ত ৫৭ ধারার প্রয়োগ হয়নি।

ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে মন্ত্রী বলেন, ওয়েজবোর্ড ঘোষণার পর তা বাস্তবায়ন করার জন্য অনেকের সহযোগিতা দরকার। কিন্তু এক্ষেত্রে সাংবাদিক নেতারা তেমন সহযোগিতা করেন না।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ পিকার্ড কমিউনিটি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সায়ফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আল-মামুন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।