কিশোরী উন্নয়ন কেন্দ্রে যৌন হয়রানি : নিরাপত্তা কর্মীর কারাদণ্ড


প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৭ মে ২০১৫
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় অবস্থিত কিশোরী উন্নয়ন কেন্দ্রে কিশোরী নিবাসীদের যৌন হয়রানির অভিযোগে এক নিরাপত্তা কর্মীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার ওই কিশোরী উন্নয়ন কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শরিফুল ইসলাম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার কোনাবাড়ি কিশোরী উন্নয়ন কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ওই কিশোরী উন্নয়ন কেন্দ্রের কিশোরীদের যৌন হয়রানির দায়ে অভিযুক্ত কাওছার ভূইয়াকে (৩০) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি ওই কেন্দ্রের নিরাপত্তাকর্মী ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাহপুর গ্রামে।

আমিনুল ইসলাম/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।