চাটমোহরে নিখোঁজের দু’দিন পর নারীর লাশ উদ্ধার
পাবনার চাটমোহর উপজেলায় নিখোঁজের দুইদিন পর জমিরন খাতুন (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত জমিরন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের নিমাইচড়া বন্যা নিয়ন্ত্রন বাঁধ এলাকার মুক্তার হোসেনের স্ত্রী।
এলাকাবাসী ও পারিবারিক সুত্র জানায়, জমিরন খাতুন গত শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে গত দুইদিন ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সোমবার দুপুর ২টার দিকে করতোয়া নদীর নিমাইচড়া গৌড়িপুর পালপাড়া পয়েন্টে এক নারীর লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। খবর পেয়ে মুক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশটি তার স্ত্রী জমিরনের বলে সনাক্ত করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মিজানুর রহমান জানান, লাশটির গলায় চিহ্ন আছে। প্রাথমিক ধারনা কেউ তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে একটি বালির বস্তার সাথে বেঁধে নদীতে ডুবিয়ে দেয়। দু’দিন পর লাশটি ফুলে যাওয়ায় ভেসে ওঠে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চাটমোহর থানায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।