বরিশালে বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজের দাবিতে মানবন্ধন


প্রকাশিত: ০৮:০৭ এএম, ২৭ মে ২০১৫

দেশের প্রতিটি বিভাগে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, বাজেটে বিশেষ বরাদ্দসহ ৭ দফা দাবিতে বরিশালে মানবন্ধন, মিছিল ও স্মারকলিপি দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

পলিটেকনিক ইনস্টিটিউট আন্দোলনের জেলা সমন্বয়ক শিক্ষার্থী রাশেদুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি ডা. মনীষা চক্রবর্তী বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি সফল করতে হলে কারিগরি শিক্ষাকেই প্রধান্য দিতে হবে। আর বিএসসি ডিগ্রি অর্জনের জন্য বুয়েট একমাত্র প্রতিষ্ঠান বলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সীমিত আসনের কারণে বঞ্চিত হন। এজন্য প্রতি বিভাগে একটি করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্থাপনের দাবি জানান তিনি।

এছাড়া বক্তব্য রাখেন, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী নীলিমা জাহান, সন্তু মিত্র, মো. মামুনসহ অন্যরা। এরপর তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের দফতরে গিয়ে স্মারকলিপি দেন।

সাইফ আমীন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।