ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ৫৭ ধারায় আ.লীগের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৪ জুলাই ২০১৭

দলীয় নেতা কর্মীদের নামে জমি-বাড়ি দখলের অভিযোগ এনে ফেসবুকে অপপ্রচার করার অভিযোগে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা করেছে উপজেলা আওয়ামী লীগ।

গতকাল রোববার রাতে ফুলবাড়ী থানায় এ মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের পারিবারিক কলহের ঘটনাকে কেন্দ্র করে সুমন নামে একজন ফেসবুকে আওয়ামী লীগের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের নামে অপপ্রচার চালায়।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল বাদী হয়ে রোববার রাতে সুমন ও তার সহযোগী অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা করেন।

এমদাদুল হক মিলন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।