বেনাপোলে বিজিবি-বিএসএফ`র পতাকা বৈঠক অনুষ্ঠিত
যশোরের বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সকালে নোম্যান্সল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মকর্তারা।
পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম। অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের ৪০ বিএসএফ কমান্ডিং অফিসার কর্নেল বারজেন্দার সিং। এ সময় বিজিবি ও বিএসএফের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আইযুব আলী সরকার জানান, সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বিএসএফ বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সীমান্তে হত্যা, নির্যাতন, চোরাচালান, মাদক পাচার ও মানুষ পাচার বন্ধে একমত পোষণ করা হয়।
তিনি আরো জানান, ২৪ মে শার্শার অগ্রভূলেট সীমান্তে বিএসএফের গুলিতে আবু সাইদ নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় এ পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
মো. জামাল হোসেন/এসএস/আরআই