বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ আর নেই


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৬ মে ২০১৫
মরহুম বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ

রাঙামাটির বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ (৭০) আর নেই (ইনা লিল্লাহি ..রাজিউন)। ১৭ মে হৃদরোগে আক্রান্ত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, জামাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার দুপুরে গার্ড অব অনার শেষে রাঙামাটি শহরের বনরূপা জামে মসজিদ কবরস্থানে মুক্তিযোদ্ধা আবদুর রশিদকে দাফন করা হয়েছে।

পাবিারিক সূত্র জানায়, হাসপাতালে ভর্তির পর চিকিৎসার জন্য কারো কাছ থেকে কোনো সাহায্য-সহায়তা পাননি অসহায় মুক্তিযোদ্ধা আবদুর রশিদ। এমনকি সরকারের দায়িত্বে থাকা প্রভাবশালীদের কেউ দেখতেও যাননি।

সুশীল চাকমা/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।