চিতার ওপর কোরআন ও গীতা রাখায় যুবক আটক
বরিশালের গৌরনদী উপজেলার চরগাধাতলী এলাকায় শশ্মানের চিতার ওপর জাতীয় পতাকা দিয়ে পবিত্র কোরআন শরীফ ও ৪টি গীতা পেঁচিয়ে রাখার অপরাধে সমর ঘোষ ওরফে ফেলু ঘোষ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সোয়া ৩টার দিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত জয়দেব ঘোষের ছোট ছেলে।
গৌরনদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, সমর ঘোষ বাজার থেকে পবিত্র কোরআন শরীফ ও গীতা কিনে একত্রে জাতীয় পতাকা দিয়ে পেঁচিয়ে নারায়ন ঘোষের বাড়ির শশ্মানের একটি চিতার ওপর রাখে। এতে করে এলাকার মুসল্লীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
খবর পেয়ে শশ্মানের একটি চিতার ওপর তুলসী গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি জাতীয় পতাকা দিয়ে পেঁচানো কোরআন শরীফ ও ৪টি গীতা উদ্ধার করা হয়। এসময় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে সমর ঘোষকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান, ওসি।
আটক সমর ঘোঘ জানান, গত ৮-৯ দিন পূর্বে স্বপ্নাদেশ পান যে, একটি পবিত্র কোরআন শরীফ ও ৪টি গীতা কিনে একত্রে বাংলাদেশের পতাকা দিয়ে পেঁচিয়ে বাড়ির পাশের শশ্মানের চিতার ওপর রাখার। কয়েক দিন পর তা নিয়ে ভারত চলে যাওয়ার স্বপ্নাদেশও পান তিনি। স্বপ্নাদেশ পেয়ে ১৫০ টাকা দিয়ে কোরআন শরীফ ও ১২০ টাকা দিয়ে গীতা কিনে এ কাজ করেছেন। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যে নেই বলে তিনি জানান।
সাইফ আমীন/এমএএস/আরআই