বরিশালে ওষুধ কারখানায় শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৬ মে ২০১৫

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় একটি ওষুধ তৈরির প্রতিষ্ঠানে বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে ইসমাইল হোসেন আদু (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ইসমাইল হোসেন নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা মতি হাওলাদারের ছেলে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের জরুরী বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল কালাম সঙ্গীয় শ্রমিকদের বরাত দিয়ে জানান, ঘটনার সময় হুক লাগিয়ে বিদ্যুতের খুঁটি তুল ছিলেন ইসমাইল।

এসময় হুক ছিড়ে গেলে খুঁটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। ইসমাইলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাইফ আমীন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।