বান্দরবানে পাহাড়ধস : নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৩ জুলাই ২০১৭

বান্দরবানের রুমার ওয়াইজংশন এলাকায় পাহাড়ধসের ঘটনায় চিংমেহ্লা মারমা (১৯) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও সিংমেচিং (১৭) ও মুনি বড়ুয়া (৩৫) নামে দুজন নিখোঁজ রয়েছেন।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

রোববার দুপুরের দিকে পাহাড়ধসের এ ঘটনা ঘটে। এতে আহত হন পাঁচজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আহত ও নিখোঁজরা ওয়াইজংশন এলাকায় একটি বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পাহাড়ের মাটি ধসে পড়ে।   

ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। 

এর আগে শুক্রবারই চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। 

সৈকত দাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।