আদিবাসী তরুণীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
ঢাকায় চলন্ত মাইক্রোবাসে আদিবাসী (গারো) তরুণীকে গণধর্ষণের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার ফোরাম, মানবাধিকার নারী সমাজ, মানবাধিকার আইনজীবী পরিষদ যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক আবু জাফর সাবু, কাজী আব্দুল খালেক, দীপক কুমার পাল, শিরিন আক্তার লিজা, আব্দুর রউফ, চান্দু মিয়া, হাসিনা জোয়াদ্দার, মিনু রাণী মহন্ত প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা দেশজুড়ে নারী নিপীড়নের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অমিত দাশ/এসএস/আরআইপি