ষড়যন্ত্র করতেই লন্ডনে খালেদা : খালিদ মাহমুদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২১ জুলাই ২০১৭

‘সব আন্দোলনে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করতে খালেদা জিয়া লন্ডনে গেছেন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলার জিগাতলী ঘাট ব্রিজ ও রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘পঁচাত্তরের মত আর কোনো ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দেয়া হবে না। এমন ষড়যন্ত্রের কোনো গন্ধও যদি আমরা পাই, ষড়যন্ত্রকারীদের স্থান বাংলার মাটিতে হবে না।’

তিনি বলেন, ‘বিএনপি একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে জন্ম নিয়েছে; এখনো তারা সেই ষড়যন্ত্র থেকে বের হয়নি। তারা জনগণের কথা ভাবে না। দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা, অথচ খালেদা জিয়া চিকিৎসার নামে লন্ডন বিলাসে চলে গেলেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে চলছেন দুর্গত মানুষের পাশে।’

প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী অসহায়, বন্যার্তদের পাশে রয়েছে। আওয়ামী লীগ যখন দেশের মানুষের সেবায় ব্যস্ত; খালেদা জিয়া ব্যস্ত ষড়যন্ত্রে।

খালিদ বলেন, ‘যাদের ঘর নেই সরকার তাদের ঘর করে দিচ্ছে। নদী ভাঙনে যারা গৃহহীন হয়েছে তাদেরও সরকার ঘর করে দেবে। অনেক ষড়যন্ত্রের মধ্যেও সরকার চালের বাজার স্থিতিশীল রেখেছে। শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, রাস্তা-ঘাট এসব আওয়ামী লীগের উন্নয়ন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে না। বিএনপি ক্ষমতায় আসলে এসব উন্নয়ন বন্ধ হয়ে যাবে। তাই আপনাদের নিজেদের স্বার্থে এবং দেশের বৃহত্তর স্বার্থে ভবিষ্যতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে। শেখ হাসিনা মানেই উন্নয়ন, শেখ হাসিনা মানেই সমৃদ্ধির ধারাবাহিকতা আর উন্নত বাংলাদেশের হাতছানি।’

স্থানীয় আওয়ামী লীগ নেতা এসহাক আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক উমা কান্ত রায় প্রমুখ।

এমদাদুল হক/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।