মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২০ জুলাই ২০১৭

কুষ্টিয়ার মিরপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। তিন বিঘা জমি নিয়ে অবস্থিত ওই পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ ছিল বলে জানা গেছে। যার অনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।

বৃহস্পতিবার ভোরে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভুগী পুকুরের মালিক আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে পুকুরে কিছু মাছ মরে ভেসে থাকতে দেখা যায়। ভেসে থাকা মাছ ওঠাতে গেলে পুকুরের তলায় বিপুল পরিমাণ মরা মাছ পাওয়া যায়।

তিনি আরও জানান, বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মারা হয়েছে। একটি বিষের বোতল এবং হাতমোজা পুকুরের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এলাকার কেউ এই কাজ করতে পারে। এবিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করা হবে বলে জানান ওই মাছ চাষি।

স্থানীয় চিথলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য কয়ের আলী বলেন, এখানে মাছ এমনিতে মরেনি। বিষ প্রয়োগে মাছগুলো মারা হয়েছে।

পাশ্ববর্তী ধুবইল ইউনিয়ন পরিষদের সদস্য শাহ জামাল বরুন জানান, শত্রুতার কারণে কেউ পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে দিয়েছে।

আল-মামুন সাগর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।