জামালপুরে যৌতুক মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে যৌতুকের মামলায় কারাগারে পাঠিয়েছে বকশীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সমন জারির প্রেক্ষিতে সোমবার ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জামিন আবেদন করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
আদালত সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নের বিন্দিরচর গ্রামের আব্দুল জব্বারের ছেলে বর্তমান ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের সাথে ২০০৯ সালে একই জেলার মেলান্দহ উপজেলার রানধুনিগাথা গ্রামের জহুর উদ্দিনের মেয়ে যমুনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য হাবিবুর রহমান স্ত্রীকে নির্যাতন চালিয়ে আসছিলো। ২০১৪ সালে ১ লক্ষ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। পরে স্ত্রী যমুনা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক মামলা দায়ের করে। ওই মামলার প্রেক্ষিতে হাবিবুর রহমানের বিরুদ্ধে আদালত সমন জারি করে।
সোমবার মামলার আসামি নিলক্ষীয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদলতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুভ্র মেহেদী/এমএএস/পিআর