চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর প্রধান নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৪২ এএম, ১৯ জুলাই ২০১৭

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ফেনীর সোনাগাজীর জলদস্যু কালাম বাহিনীর প্রধান ল্যাংড়া কালাম বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পলোগ্রাউন্ড মাঠে কালামসহ একদল সশস্ত্র দস্যু অস্ত্র কেনাবেচা করছে এমন গোপন খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে যায়।

এসময় মাঠে থাকা দস্যুরা র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্য দস্যুরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি একে-২২ অটোমেটিক রাইফেল, ১৫ রাউন্ড গুলি ও ৭ রাউন্ড খালী কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।