নড়াইলে পুল শিক্ষকরা স্থায়ী নিয়োগ চান


প্রকাশিত: ০৯:০৩ এএম, ২৫ মে ২০১৫

নড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগসহ দুই দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুল শিক্ষক সমিতির আয়োজনে বেলা ১টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসক আ. গাফ্ফার খানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন পুল শিক্ষক নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন পুল শিক্ষক সমিতির সভাপতি রাখি রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা নির্বাচিত পুল শিক্ষকদের স্থায়ী নিয়োগের ব্যবস্থা করার এবং জাতির মেরুদণ্ড শিক্ষকদের আত্মমর্যাদার সঙ্গে শিক্ষকতার সুযোগ দেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১১ সালের সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ লিখিত ও মৌখিক পরীক্ষার চুড়ান্ত ফলাফলে ১২ হাজার ৭০১ জনকে সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। অবশিষ্টদের মধ্যে ১৫ হাজার ১৯ জনকে পরে স্থায়ী নিয়োগ দেয়ার শর্তে পুল শিক্ষক হিসেবে রাখা হয়।

হাফিজুল নিলু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।