ফুলগাজী উপনির্বাচন : ছয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
প্রার্থিতা প্রত্যাহারকৃত ছয়জন হলেন- আওয়ামী লীগের শেখ আবদুল্লাহ, হারুনুর রশিদ মজুমদার, মো. মজিবল হক, বিএনপির নেতা গোলাম রসুল মজুমদার, সেলিনা আক্তার ও জামাল উদ্দিন মজুমদার। গত ৩১ আগস্ট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৩ সেপ্টেম্বর বাছাইকালে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এখন শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে রইলেন তিনজন। এরা হলেন- আওয়ামী লীগ-সমর্থিত আবদুল অলিম, বিএনপি-সমর্থিত কারাবন্দী মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক জানান, ছয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে তিন জন প্রার্থী নির্বাচনী লড়াইতে রয়েছেন। ২১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।