বেনাপোলে ৫ স্বর্ণের বারসহ আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:২৯ এএম, ১৭ জুলাই ২০১৭

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৫০ গ্রাম ওজনের ৫টি  স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীকে আটক করা হয়েছে।

সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে এই স্বর্ণের বার উদ্ধার করে বেনাপোল শুল্ক গোয়েন্দা বিভাগ।

আটক পাসপোর্ট যাত্রী সেলিম হাওলাদার (৪৫) মুন্সিগঞ্জ জেলার বলাই টঙ্গিবাড়ি এলাকার শামসুল হক হাওলাদারের ছেলে।

বেনাপোল বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা ও শুল্ক গোয়েন্দা আব্দুল মুতালিব জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন একজন পাসপোর্ট যাত্রী স্বর্ণের বার নিয়ে ভারতে যাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে বন্দর চেকপোস্টে তল্লাশি চালিয়ে পাসপোর্ট যাত্রী সেলিম হাওলাদারের কাছ থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ২৫০ গ্রাম।

মিলন রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।