আশীর্বাদ হতে পারে সাপের বিষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৬ জুলাই ২০১৭

সাপের বিষ দিয়ে বছরে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এজন্য বিশ্ব সর্প দিবসে সাপ হত্যা বন্ধের আহ্বান জানানাে হয়েছে।

'সাপ হত্যা বন্ধ করুন, সাপকে জাতীয় সম্পদে গড়ে তুলুন' প্রতিপাদ্য সামনে রেখে আজ রোববার দুপুর ১২টার দিকে রাজবাড়ীতে র‌্যালি, অালোচনা সভা, সাপ প্রদর্শন ও সাপের খেলা অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে রাজবাড়ী কালুখালীর সাপের খামার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অায়োজনে উপজেলার মৃগী ইউপির কাসাদাহ এলাকার সাপের খামার থেকে এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি খামারের সামনের সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় খামারে এসে শেষ হয়। 

এসময় এক আলোচনা সভায় বক্তারা বলেন, আপনারা সাপ মারবেন না। সাপ দেখলে খামারের লোকজনকে খবর দেবেন, তারা গিয়ে সাপ ধরে অানবে। বর্তমানে খামারে যে পরিমাণ সাপ অাছে তা থেকে বছরে প্রায় ৪০০ গ্রাম বিষ সংগ্রহ করা সম্ভব, যার অানুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। 

খামারের উদ্যোক্তা রঞ্জু প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলেন, পরীক্ষামূলকভাবে একবারের জন্য হলে বিষ সংগ্রহের সুযোগ দিন এবং সরিসৃপ প্রাণির বিষয়ে দেশের প্রচলিত অাইন অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা দেয়ারও অনুরোধ জানান।

snake1

খামারের উদ্যোক্তা রবিউল ইসলাম রঞ্জু'র সভাপতিত্বে অালাচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা সমবায় কর্মকর্তা মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃগী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর, সমবায় কর্মকর্তা অাহম্মেদ ফজলুল কবির, সাংবাদিক কাজী সেলিম মাহমুদ, কালুখালী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, উপজেলা উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা অাব্দুল কুদ্দুস।

এসময় খামারের উপদেষ্টা সাংবাদিক লিটন চক্রবর্তীসহ অনেকে উপস্থিত ছিলেন। অালোচনা সভা শেষে খামার প্রাঙ্গণে সাপ প্রদর্শন ও সাপের খেলা দেখানো হয় এবং খামারের পক্ষ থেকে একটি সাপ অবমুক্ত করা হয়। খামারে বর্তমানে প্রায় ৮০-৯০টি বড় সাপ ও বাচ্চা সাপ রয়েছে প্রায় ২০০টি। 

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।