খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে চলেছে দেশ : ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। এখন জমিতে একর প্রতি শত মণ ধান উৎপাদিত হচ্ছে। রোববার ঈশ্বরদী খাদ্য গুদামে চলতি বছরের চাউল কল মিলারদের কাছ থেকে চাউল ক্রয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদেশের কৃষকদের বাঁচাতে কৃষকদের সরবরাহকৃত কার্ড অনুযায়ী ধান সংগ্রহ করার পরামর্শ দেন। মন্ত্রী বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে রয়েছি।
তিনি বলেন, এবারের ভূমিকম্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে ১০ হাজার মে.টন চাউল সাহায্য দিয়েছে। তিনি বলেন, নেপালের দুর্গত এলাকার জন্য আরো সাহায্য পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
মিলারদের কাছ থেকে চাউল সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহজেবিন শিরীন প্রিয়া, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম, ঈশ্বরদী থানা নির্বাহী কর্মকর্তা বিমান কুমার দাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ আওয়ামী লীগের ঈশ্বরদী উপজেলা দফতর সম্পাদক জুলমত হোসেন, ঈশ্বরদী উপজেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলজার হোসেন, ঈশ্বরদী উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক আবদুল আজিজ ও মল্লিক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক শাহাবুদ্দিন মল্লিক (নান্নু) উপস্থিত ছিলেন।
আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর