জামালপুরে বন্যায় ৩১২ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৪ জুলাই ২০১৭

জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা ছাড়াও ব্রহ্মপুত্র, ঝিনাইসহ জামালপুর জেলার সবগুলো শাখা নদীর পানি বেড়েই চলেছে। শুক্রবার সকালে যমুনা নদীর পানি ৩ সেন্টিমিটার বেড়ে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

jamalpur

সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সবমিলিয়ে জেলার ৭টি উপজেলার ৪৫টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি ঢুকে পড়ায় ইতিমধ্যে জেলার ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিদিন পানি বাড়ার সঙ্গে সঙ্গে পানিবন্দি মানুষের দুর্ভোগের মাত্রাও বেড়ে চলেছে। বন্য দুর্গত এলাকার বেশিরভাগ মানুষের ঘরে খাবার নেই। বিশুদ্ধ পানির অভাবে দুর্গত এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানি বাহিতরোগ দেখা দিয়েছে। 

jamalpur

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ১৩০ মেট্রিক টন চাল, ৩ হাজার ২০০ প্যাকেট শুকনো খাবার ও আড়াই লাখ টাকা বিতরণ করা হয়েছে। 

তবে দুর্গত এলাকার বেশিরভাগ মানুষের অভিযোগ, এখনো তারা কোনো ধরনের ত্রাণ সহায়তা পায়নি। 

শুভ্র মেহেদী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।