৪ ঘণ্টার সাপের লড়াই দেখতে ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১২ জুলাই ২০১৭

নাটোরে দুটি গোখরা সাপের লড়াইয়ের বিরল দৃশ্য ধরা পড়েছে। শহরের হরিশপুর পুলিশ লাইনস সংলগ্ন উত্তর পাশের বিলে বুধবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ দৃশ্য দেখা যায়।

দুটি গোখরা সাপের মধ্যে লড়াইয়ের এ দৃশ্য দেখতে নাটোর শহরসহ পার্শ্ববর্তী গ্রামের শত শত মানুষের ভিড় জমে।

সম্প্রতি রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ গোখরা সাপ ধরা পড়ে। তবে সাপগুলো পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।