ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:২৪ এএম, ১২ জুলাই ২০১৭
ফাইল ছবি

ফেনীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন৷ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে৷ নিহত ব্যক্তি ডাকাত বলে দাবি করেছে র‌্যাব। তবে তার নাম পরিচয় জানা যায়নি। 

র‌্যাব জানায়, ফেনী সদরের লেমুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাত দলের সদস্যরা রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের টহলদলকে লক্ষ্য করে গুলি ছোড়ে৷ এসময় র‌্যাব সদস্যরা পাল্টা গুলি করলে ডাকাতদলের একজন গুলিবিদ্ধ হয় ও বাকি তিন সদস্য পালিয়ে যায়৷

গুলিবদ্ধ ডাকাতকে ফেনী সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শ্যুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। 

র‌্যাব ৭ ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷

জহিরুল হক মিলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।