জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১২ এএম, ১১ জুলাই ২০১৭

জামালপুরে যমুনার পানি আবারও বাড়তে শুরু করেছে। মঙ্গলবার সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যমুনার সঙ্গে একই হারে বাড়ছে ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীগুলোর পানি। 

বন্যায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও জামালপুর সদরের ২৫টি ইউনিয়নের শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে। বন্যার পানি ওঠায় বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার ১০৩ শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা দুর্গত এলাকায় খাদ্য ও পানির অভাব তীব্র হয়ে উঠেছে। মিলছে না গো-খাদ্যও। 

flood

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে পক্ষ থেকে এ পর্যন্ত ৬০ মেট্রিক টন চাল ও ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। 

শুভ্র মেহেদী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।