মেঘনায় ১৬ টন চালসহ ট্রলার ডুবি (ভিডিও)
ভোলার মনপুরার মেঘনা নদীতে ১৬ টন চালসহ একটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার দুপুর ১টায় নদীর রামনেওয়াজের কাছাকাছি পৌঁছলে ঝড়ো বাতাসে উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।
জানা যায়, শুক্রবার সকালে তজুমদ্দিন খাদ্য বিভাগ থেকে জেলেদের পুনর্বাসনের জন্য ১৬ টন চাল ট্রলারে করে মনপুরায় নেওয়া হচ্ছিল। পথিমধ্যে মেঘনার রামনেওয়াজের কাছাকাছি পৌঁছালে ঝড়ো বাতাসে উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারের মালিক মিলন মাঝি বিষয়টি নিশ্চিত করে জানান, ১৬ ট্রনের মধ্যে সাড়ে তিন টন ও ৫৩ বস্তা চল উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, মনপুরা উপজেলার অনাথ জেলেদের মাঝে এসব চাল বিতরণের কথা রয়েছে।
অমিতাভ অপু/এআরএ/পিআর