দক্ষিণ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি: নিখোঁজ ৪


প্রকাশিত: ০৭:৪০ এএম, ২২ মে ২০১৫
ফাইল ছবি

সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগরে মাছধরারত অবস্থায় ১২ মাঝি-মাল্লা নিয়ে ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। স্থানীয় জেলেরা ৮ মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছেন ৪ জন জেলে।

স্থানীয় জেলেরা জানান, সেন্টমার্টিন থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে কক্সবাজারের ১২ মাঝি মাল্লা একটি ফিশিং ট্রলারে মাছ শিকারে যান। বৃহস্পতিবার মৌলভীর শীল নামক স্থানে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের ৮ জনকে নিজেদের ট্রলারে তুলে নিয়ে শুক্রবার সকালে কূলে ফিরেছে সাগরে মাছ শিকারে যাওয়া সেন্টমার্টিনের ইসমাঈল মেম্বরের একটি ফিশিং ট্রলার। ডুবে যাওয়া ট্রলারের অপর ৪ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

সেন্টমার্টিন কূলে ফিরে আসা ট্রলারের মাঝি-মাল্লারা জানান, তারা ফেরার সময় পর্যন্ত সাগরে ডুবে যাওয়া ফিশিং ট্রলারটি ঘটনাস্থলে ভাসমান ছিল।

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ডিকসন চৌধুরী ফিশিং ট্রলার ডুবির ঘটনা জেনেছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, নিখোঁজ জেলে ও ট্রলারটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালাচ্ছে।  

সায়ীদ আলমগীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।