গতবছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: অধ্যক্ষকে শো কজ
গত বছরের প্রশ্নপত্রে এবছর এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় পিরোজপুরের কাউখালী উপজেলা বেসরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. লুৎফর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল বোর্ডের কন্ট্রোলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ড কন্ট্রোলার মো. শাহ আলমগীর হোসেন জানান, এইচএসসি পরীক্ষার সময়কাল থেকে পরীক্ষা চলাকালীন এবং পরবর্তী সময় পর্যন্ত কোন কেন্দ্র সচিবের সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের জন্য বোর্ডের সুস্পষ্ট নীতিমালা রয়েছে। যদি কোন কেন্দ্র সচিব এসব নীতিমালা পালনে ব্যর্থ হন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। সে অনুযায়ীই এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট জটিলতা নিরসনে টেব্যুলেশনের মাধ্যমে (সকল বোর্ডের সম্মিলিতসভায় পরীক্ষার্থীদের কোন ধরণের সমস্যা বা জটিলতা সৃষ্টি হলে তা সূচারুরুপে দেখভাল করা) পরীক্ষার ফলাফলের এক মাস আগে তা সমাধান করার চেষ্টা করা হয়ে থাকে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বুধবার কাউখালী মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এইসএসসি বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের (তত্বীয়) পরীক্ষা ছিল। ওই পরীক্ষায় ২০১৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা না নিয়ে অসাবধানতাবশত গত বছরের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়। পরীক্ষার কেন্দ্র সচিব ও কলেজ অধ্যক্ষ লুৎফর রহমানসহ হল সুপার নুরুন্নাহার বেগম এবং বিজ্ঞান বিভাগের কোন শিক্ষকের কাছেই ভুলটি ধরা পড়েনি। এমনকি পরীক্ষার্থীদের কাছেও পরীক্ষার শেষ পর্যায়ে ভুলটি ধরা পড়ে। পরীক্ষায় বিজ্ঞান বিভাগের মোট ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এই বিপাকে পড়ে।
এসআরজে