ফেসবুকে স্ট্যাটাস, সাংবাদিক হেলালের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি ও সকালের খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার আজমল হক হেলালের বিরুদ্ধে পিরোজপুরের মঠবাড়িয়া থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।
একই সঙ্গে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়ন যুবলীগের সদস্য নুরুল আমিনকেও আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ফারুক হোসেন নামের এক ব্যক্তি এ মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে আজমল হক হেলাল ও নূরুল আমিন রাসেল ফেসবুকে বেশ কিছু উস্কানিমূলক মিথ্যা তথ্য প্রচার করে। যা রুস্তম আলী ফরাজীর জন্য মানহানিকর।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, সাংসদ রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে একটি মামলা হয়েছে।
হাসান মামুন/এমএএস/পিআর