অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আটক ২২


প্রকাশিত: ০৪:০৪ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে ২২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার সকাল ৭টায় কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়।

কক্সবাজারের নুনিয়ারছড়াস্থ কোস্ট গার্ড স্টেশনের পেটি অফিসার শহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরারটেক পয়েন্টে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ২২ জন মালয়েশিয়াগামীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের নুনিয়ারচড় কোস্ট গার্ড ক্যাম্পে আনা হয়েছে। তাদেরকে অভিভাবকদের কাছে হস্তান্তরের জন্য কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে।

তিনি আরো জানান, আটকদের মধ্যে নরসিংদী ১১ জন, সিলেট আটজন ও কক্সবাজারের মহেশখালী উপজেলার তিনজন বাসিন্দা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।