হরিধানের আবিষ্কারক হরিপদ কাপালি আর নেই


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ০৬ জুলাই ২০১৭

হরিধানের আবিষ্কারক কৃষক হরিপদ কাপালি (৯৫) মারা গেছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের আসাননগর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হরিপদ কাপালি ১৯৯৯ সালে নতুন প্রজাতির ধান আবিস্কার করেন। তার নামের সঙ্গে মিল রেখেই ওই ধানের নামকরণ করা হয় হরিধান। হরিধান একটি বিশেষ জাতের উচ্চ ফলনশীল ধান। এটি আবিষ্কারের সূত্র ধরে তিনি দেশ-বিদেশে পরিচিতি পান। বিভিন্ন পর্যায়ে পুরস্কার ও সম্মাননাও পান তিনি।

আসাননগর গ্রামের মাতব্বর গহর বাদশা জানান, নব্বইয়ের দশকে হরিপদ কাপালি উন্নত জাতের ধান উদ্ভাবন করেন। পরবর্তীতে এই ধানের নামকরণ করা হয় হরিধান।

সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন জানান, হরিপদ কাপালি অত্যন্ত গুণী একজন ব্যক্তি। তার উদ্ভাবন সারা দেশকে উপকৃত করেছে। তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।