প্রধান শিক্ষকবিহীন চলছে জয়পুরহাটের ৪০টি স্কুল


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ২১ মে ২০১৫

জয়পুরহাটের ৫টি উপজেলার ৪০ টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছে প্রধান শিক্ষক ছাড়াই। ফলে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া।

জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলায় ১০টি (কল্যাণপুর, পশ্চিম সুন্দরপুর, থিয়ট, বাঁশকাটা, মাঝিপাড়া, মুরালিপুর, বাকিলা, দাদড়া, সগুনা ও বানিয়াতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়), পাঁচবিবিতে ৪টি (ঢাকার পাড়া, কুয়াতপুর, নওগাঁ কাঠালী ও ছাতিনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়), কালাইয়ে ১৩টি (কুসুমসাড়া, বিয়ালা, মাত্রাই, বেজখন্দ, বাশুরা, তেলিহার, তালোড়াবাইগুনী, বিনাইল, মহেশপুর, মোলামগাড়ী, বাখড়া, সমশিরা ও বামনগ্রাম সরকারিপ্রাথমিকবিদ্যালয়), ক্ষেতলালে ৫টি (ছোটতারা, বড়তারা, নাছিরপুর, দৌলতগাজী, গোলাহার ও আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও আক্কেলপুর উপজেলায় ৮টি (লক্ষ্মীভাটা, শ্রীকৃষ্ণপুর, মোহনপুর, করমজী মারমা, কুন্ডুরিয়া, কালাঞ্জ ও নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়) বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছাড়াই চলছে শিক্ষা কার্যক্রম।

জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৩৫৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪০ টিতে দীর্ঘ দিন ধরে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জয়পুরহাট জেলা শাখার সভাপতি আবু কালাম আজাদ বলেন, উচ্চ আদালতে মামলা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শুন্য রয়েছে। তবে শিগগিরই এ সমস্যা সমাধানে সরকারের শিক্ষা মন্ত্রণালয় এগিয়ে আসবেন বলে তাদের আশাবাদ।

প্রধান শিক্ষক পদ প্রত্যাশী মাসুদুজ্জামান বলেন, প্রধান শিক্ষক না থাকায় সহকারীদেরকে দায়িত্ব পালন করতে হয়। ফলে আমাদেরকে ক্লাস বিড়ম্বনাতে পড়তে হয়।

৪০ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শুন্য পদের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা জানান, সরকারি সার্কুলারের মাধ্যমে এসব শুন্য পদে পর্যায়ক্রমে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।