গাজীপুরে বয়লার বিস্ফোরণ : মৃত তিনজনকে আসামি করে মামলা


প্রকাশিত: ০৫:০০ এএম, ০৫ জুলাই ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিহতদের মধ্যে তিনজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এএসআই আবদুর রশিদ বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনায় কারখানার বয়লার অপারেটর আব্দুস সালাম, এরশাদ হোসেন, মনসুরুল হকের নাম উল্লেখসহ আরও ১০ জনকে আজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ থাকা তিন আসামি আব্দুস সালাম, এরশাদ হোসেন ও মনসুরুল হক বয়লার বিস্ফোরণে মারা গেছেন।

উল্লেখ্য, সোমবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড নামের ওই পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন দুইজন।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।